শিহরণ জেগেছে মনে
মোঃ রায়হান কাজী
------------------------
তোমায় দেখে শিহরণ জেগেছে মনে,
কৌতুকছটা উচ্ছ্বসিত চোখে মুখে।
কোমল চরণ দুখানা পড়েছে ধরনীতে,
অঙ্গের বাঁধনে বাঁধিয়াছি রঙ্গপাশে।


বাহুতে বাহুতে অফুরন্ত ভালোবাসা,
তবে নিশ্চুপ কেন তুমি বসে একা?
আঁখি জোড়া মেলে তাকিয়ে আমার দিকে,
অব্যক্ত কথা কেন জমিয়ে রাখো হৃদয়ে?


দাঁড়িয়ে দেখছি ইচ্ছে হলে তোমায় জনসম্মুখে,
সায় দিচ্ছে প্রকৃতি ভাসছে কথা বাতাসে।
কত কথা বলছি তোমায় আড়াল থেকে?
সবার মাঝে তুমি কী শুনতে পেয়েছিলে আমাকে?


উদাসিনতা মাঝে কাটছে বেলা শব্দভান্ডারে,
অদৃশ্য তুমি কেন রৌদ্রের আলোকছটা ছায়াতে?
হেলিয়া আঁচল পলকে অলক উড়িয়ে,
যেন বাঁধছিলে চুল যতনে সাজিয়ে পুষ্পকাননে।


বসনে শাসনে চয়নে শয়নে সম্পর্কের বাঁধনে,
কেন জানিনা শুধু তোমাকেই চাওয়া?
চলাতে ফিরাতে মুষ্টিবদ্ধ করে আনতে গিয়ে,
মূর্খ আমি বলতে পারিনি কথাগুলো তোমাকে।


বিপুল আঁধারে অসীম নীলের সীমানা ছুঁয়ে,
গগনের গায়ে প্রেমের দৃষ্টান্ত রেখা এঁকে।
মধুর মন্ত্র কেন জানি ভুলছি আমি বারেবার,
কেমন করে করবো প্রকাশ তোমার কাছে?