শুভ্রতা রয় হিয়ার মাঝে
মোঃ রায়হান কাজী
-----------------------
পাহাড়ের বুক চিরে ঝর্ণার তীব্র ধারাতে,
বিমুগ্ধ আমি অপরুপ জলরাশীর ছোঁয়াতে।
গাছে গাছে ফুল ফুটে সৌরভ ছড়াতে,
আমি ওতো পাগল প্রায় সুগন্ধির আভাতে।


পাতায় পাতায় ভোরের শীতল স্নিগ্ধতায়,
শিশির বিন্দু দুচোখে খেলা করে যায়।
শুভ্রতা লুকিয়ে থাকে হিয়ার মাঝে নিদ্রায়,
বাষ্পীভূত হয়ে ছড়িয়ে যাক মণিকোঠার কোণায়।


গাছের শাখা প্রশাখা জুড়ে কাঁপুনি ওঠে,
সৌন্দর্য বিস্তারিত হয় বাঁশির সুরের তালে।
সেই সুরে বিমোহিত হয়ে স্বপ্ন কড়া নাড়ে,
ছুটে যায় আমি নারীর টানে আবেগে ভেসে।


দেখবো নীল আকাশে মেঘেদের আনাগোনা,
সাদা বকেরা দিচ্ছে ফাঁড়ি দলবেঁধে চিত্রশিল্প।
সেই সাথে মাঠে বসে ফসলের ক্ষেতের হাওয়াতে,
মন আমার যাচ্ছে ভেসে উজান নদীর তীরে।


সবুজ ঘাসেদের দেশে নিজের চোখে দেখে,
হাল ভেঙে মায়াবতী সৌন্দর্যরা হারিয়েছে দিশা।
আমি ওতো রাত্রি সহচর হয়ে নীরের দিকে,
নয়ন তুলে খুঁজেছি তোমায় তারাদের ভিড়ে।


আজি রাত্রিনিশি কালে পৃথিবীর রঙ মুছে গেলে,
জোনাকির আলোয় ভরাবো ভুবন নতুন করে।
গল্প সাজাবো ভিনদেশি পাখিদের নিয়ে,
সব লেনদেন ফুরায় জীবন প্রবাহের সন্ধিক্ষণে।