তোমায় খোঁজার আভাস
মোঃ রায়হান কাজী
-------------------------
তোমায় খোঁজার আভাস রয়ে গেছে আড়ালে,
প্রভাতের মৃদু আলোতে পারিনিতো প্রকাশ করতে।
কথা বলে শেষ করে পারিনিতো বাঁধিতে,
তবে কী তুমি আসবেনা আমার চিলেকোঠাতে?


আজি নিভৃতে দ্বারে দ্বারে নবীনরূপে চুপিসারে,
নিখিল নয়ন জোড়া মেলে পারিনিতো সাধতে।
দেখেছি অনেক কিছু এদিক সেদিক ঘুরে,
জীবনে যা শূন্যেস্থান সবি যেন তোমায় ঘিরে।


সবি আছে ধরনীতে শয়নে স্বপনে নিদ্রার আবেশে,
তবুও একা ফিরে গেছে সে ভাঙা-গড়ার মহোৎসবে।
তুমি আর বুঝবেনা ভালোমতো আমাকে,
সেই আশায় ফুটেছিলো ফুল হৃদপিন্ডের দেয়ালে।


কী আছে কথ্য ভাষার মাঝে জানাবো চিত্রবেদন?
বোবা হয়েছে মন প্রকৃতির মাঝে বিচিত্র রূপ দেখে।
জানি এই প্রান্তের মাঝে নেইনি দীর্ঘশ্বাস প্রাণ খুলে,
সবকিছুতেই কী আর পূর্ণতা আসে পরশমেখে?