তুমিময় আমিতেই পূর্ণ
মোঃ রায়হান কাজী
----------------------
নীলের ভিড়ে মেঘেদের আনাগোনায়
খুঁজছি শুধু তোমায় চারিধারে আনমনে।
কোন সে আড়ালে লুকিয়ে অপরিচিতা তুমি
দিচ্ছ হাতছানি মনের কোণে ক্ষণে ক্ষণে।
শক্তি সঞ্চার করে যাবো আজানাতে বহিতে
অসীম প্রেমের ধারা আনবো হেঁয়ালির বাঁশিতে।
সেই সুরের তালে ছন্দের বন্ধনে জড়িয়া তোমায়,
নিয়ে যাবো অচিন দেশের আলোছায়ার কাছে।


জগৎ সংসারে তোমার আমার গতিপথে,
কৃপা করে জুটেছে এমন বন্ধন যেন না টুটে।
তোমার জন্য বসে মাঝ নদীতে ভাবতে গিয়ে,
ঢেউগুলো এসে আমায় নিয়ে করে শুধু খেলা।
আবাসের মিষ্টি হাওয়াতে দাও না দেখা,
কালো মেঘের আড়ালের ফাঁকে রবির মৃদু হাসিতে।
এসোনা জড়িয়ে দিবো তোমায় আমি বাহুডোরে,
রাখবো চোখে চোখ মণিকোঠার মায়াবী রন্ধ্রে।


একাকিত্বের চাদরের আবরণে সুপ্ত আমি,
দেখনা আছি বসে তোমার পথচেয়ে নির্জনে।
রাখিবো তোমায় আলোর পথে না রেখে ধন,
নিঃশেষ পথে এনে করবো তোমায় অকিঞ্চন।
না থাকে যেন অপমান লজ্জা শরম ভয়
তুমি আমি প্রমিকযুগল সমস্ত বিশ্বভুবনময়।
জালবো সত্যর দিশারি মিথ্যাকে মুছে দিয়ে,
তুমিময় আমিতেই যেন পূর্ণ অস্তিত্বে সজীবতা।