উচ্ছ্বসিত গোধূলী
মোঃ রায়হান কাজী
----------------------
উচ্ছ্বসিত গোধূলিতে দাঁড়িয়ে তোমায় ভেবে,
আপন বলি এখন কী করে তোমাকে?
পিতা বলে সম্মান করি গুরুর আসনে,
বন্ধুদেরকে আগলে রাখি দু'হাতে।
আপন তুমি অতিসহজেই প্রেমোদক,
আমার হয়ে এসেছিলে স্বর্গ থেকে নেমে।
সুখের উল্লাসে জলতরঙ্গ বুকে আগলে রেখে,
সঙ্গি তোমায় খুঁজি দিবারাত্রি কালে নির্জনে।


ভাই বলে কথা বলি সকলের মাঝে এক হয়ে,
অন্যর দ্বারপ্রান্তে দাঁড়ায় নাতো অন্ধকারে।
কুণ্ঠিত হৃদয়ে অবগুণ্ঠিত বিহ্বলে ঝাঁপিয়ে,
কিভাবে তোমায় মিলাই দুইয়ে দুইয়ে চার করে?
কারোর পানে তাকায় নাতো লালসার নজরে,
অন্যর সাথে ভাগ করে নিজের মুঠো ভরাতে।
অপরের সুখে দুখে ছুটে আসে নিমের ছায়াতলে,
আগলে কী রাখিনি তোমায় আড়াল থেকে?


তাইতো এখনো দাঁড়ায়নি তোমার সম্মুখে,
দেখছি খেলা তোমাদের অগোচরে থেকে।
সঁপিলাম প্রাণ অনন্তনিদ্রা গিয়ে গভীরে,
কিছুটা পরিক্রমা পাওয়া যায় যদি এভাবে।
ক্লান্তিবিহীন কাজে একসমুদ্র জলে ডুব দিয়ে,
তোমায় খুঁজি ঝিনুকের মুক্তার মাঝে অতলে।
পাবো কি-না তা জানিনা তোমায় খুঁজে ধারাতে,
সঙ্গিকে নিয়ে তাইতো উচ্ছ্বসিত হচ্ছিনা গোধূলিতে।