ভবতরঙ্গে ভাসাই ভেলা
মোঃ রায়হান কাজী
------------------------
ধরার মাঝে খেলিব রৌদ্রস্নাত ক্ষণে মরণখেলা,
কালো রাশি ঘনিয়ে আসে ভবতরঙ্গে ভাসাই ভেলা।
আষাঢ়ের দিনে গগন আঁধার জাগ্রত হয় পূর্ণিমা,
ভিষণ রঙ্গে নামে বারিধারা কাঁদছে চারিদিক রাত্রিবেলা।


শয়নেস্বপনে দেখবো নীল আকাশ যাচ্ছি উড়িয়া,
মেঘেরা ডাকছে আমায় বিজলির আলোয় ঝলসিয়া।
গগনচুম্বী অবারিত সমুদ্রের নীড়ে ফিরিবে কী কল্লোলে?
আকাশে বাতাসে মাতাল হট্টগোল মনের গহীন কোণে।


প্রভাতের বেলায় অকূল নদীর তীরে বসিয়া,
বুকের পাঁজর হৃৎস্পন্দন উঠছে কাঁপিয়া।
নিষ্ঠুরতম মানুষের বন্ধসুখে পরান নাচে বহুরূপে,
মত্ত ভুলে বক্ষ পিঞ্জর বারবার উঠছে কেঁপে থমকিয়া।


হয়তোবা এতো কাল তাকে দেখছিলাম যতনভরে,
পিঞ্জরে ব্যাথা লাগে দুঃখ খেয়ার সাথে ভাসছে অভিসারে।
তাইতো তাকে আগলিয়ে রেখেছিলাম গোপন ঘরে,
নিশিদিন ভোর করেছি বিরহ কথন বহু অনুরাগে।