স্বপ্নগুলো বিভোর হয়ে,
জমে  থাকে লাজে,
আকাশের পঙ্খীরা  কি,
পিরিতে আর মজে?
ভাঙ্গা চালা, ভাঙ্গা সংসার,
ভাঙ্গা গড়ার মাঝে,
জীবনের গল্প গুলো
ভিন্ন ধাঁচে  সাজে।


শুল্ক আশা, স্বপ্ন ঠাসা
মনকে বেঁধে  রাখি,
নিপুণ  করে, নিশ্চুপ মনে
সূর্যের ছবি আঁকি।
আলাদ্বীনের দৈত্য  হলে
বলতাম মনের কথা,
আমার রাজ্য না থাকে,
যেন দুঃখ, কষ্ট,ব্যথা।


আমি হলাম, ইচ্ছে রাজা,
রাজ্য গড়ার  আগে,
সবার দুঃখ, হরন করার
ইচ্ছে আমার জাগে।