তুমিই কি সেই অপরূপা?
যার চোখের কাজলের অপরূপ চাহনির প্রেমে পরিয়াছি
তোমার ওই গোলাপী রাঙা ঠোঁটের নেশায় আজো সমগ্র ধরায় ঘুরিতেছি -


তুমি কি তা জানো
তোমার ওই গালের টোলে আমার এ ব্যাকুল মন ভোলে,


ঠোঁটের কিনারায় কালো রঙের ওই সরষে তিল আমাকে বারবার ভুলিয়ে দেয় আমি কে,


তুমি কি সেই অপরূপা?
যার মেহেদি আঁকা হাত দুখানি ধরে নদীর পাড় বেয়ে হেটে চলার ইচ্ছা জাগায় -
সন্ধ্যা কালে হালকা আঁধারে পূর্ণিমা চাঁদের ন্যায় জ্বলজ্বল করা তোমার চেহারায়
আমি খুঁজে পাই আমার ভালোবাসা।


তুমি কি সেই অপরূপা
যাকে স্বপ্নে দেখি প্রতি রাতে।