স্বাধীনতা তুমি
শত শত ভাইয়ের বুকের ওই এক দলা মাংস,
স্বাধীনতা তুমি
ঘরের কোণে বসে থাকা বিধবার এক অংশ।


স্বাধীনতা নও তো তুমি
উচ্চ আওয়াজে বাজানো গানের ছোট্ট ওই কলি,
স্বাধীনতা তুমি
একাত্তরে লাখো মানুষের বুকে লাগা শত গুলি।


স্বাধীনতা তুমি,
বিধবার গায়ের সফেদ ওই শাড়ি,
স্বাধীনতা তুমি
বলাৎকার হওয়া যুবক,বৃদ্ধা,নারী।


জেলে, কৃষক, তাতি
জীবন দিয়ে হয়েছো তোমরা ধন্য-
বিজয় উল্লাসে মুখরিত হই
শুধুই তোমাদের জন্য।