আমি কবি নই,
আমি তো সাধারণ মানুষ।
তুমি যেমন মাটির মানুষ,
রক্তে মাংসে গড়া।
আমিও তেমন মাটির মানুষ,
রক্তে মাংসে গড়া।
আমি ধনী নই,
আমি তো অতি গরিব,,
যাকে গরিবেরাও গরিব বলে।
আমি কে?
আমি মুসলমান,
আমি কে?
আমি বাঙ্গালি,
আমি কে!
আমি তো মানিক গন্জের
মাটির মানুষ।
মায়ের মানিক সোনা।
তুমিও মানুষ আমিও মানুষ,,
শুধু কর্মে আর ধর্মে বীভেদ।
তাই তুমি, তোমার কর্মো করো
আমাকে আমার কর্মো করতে দাও,
ওহে