আমরাই পরছি প্যাচে,,
ধর্ম কর্ম গেছে রসাতলে,,
সকলেই ব্যস্ত রাজনীতির মাঠে,,
পরিশেষে  আমারই পরছি প্যাচে।


যদি বলি সত্য  ন্যায়ের কথা,,
তবে ঘুরে কিছু নেতার মাথা,,
মিথ্যা  বললে জয় জয়কার,
সত্যর প্রমাণ মিলানো বড় দরকার,,
দিন শেষে আমরাই পরছি প্যাচে।


ধর্ম মানলে বসতবাড়ি  করতে হবে,
লৌহাখাচার অন্তরালে ,,,
বড় কঠিন এযুগ না জানি "হায়,,
সবই কিয়ামতের আলামত।
দেখলাম ভেবে সর্বশেষে,,
আমরাই রইছি প্যাচে।


বইয়ের  ভীতর আলো নাই,,
সাদা পেজে তাদেরি জয়গান,,,
বলে গেলো রনি আগামী প্রজন্ম,
দাড়াতে নাও পারে।।।
কারণ আমারই রইছি বড়ই প্যাচে।