জানো তো মাঝে মাঝে খুব মনে পরে প্রিয় মানুষ টার কথা,,
কিন্তু নিয়োতির শীকলে আমি যে বাঁধা,
সমাজের মানুষের ধারালো কথায় যদি কেটে যায় পা,,
এই ভয়েই চুপচাপ রই দূরে প্রিয় মানুষটাকে ছেরে কে জানে কেমন আছে ঐ দূর পানে,,
হয় না দেখা তাকে হৃদয়  ভরে,


জানোতো মাঝে মাঝে ভেঙ্গে পরি
শীতানের বালিশের তরে,,
প্রিয় মানুষ টাকে  খুব যে মনে পরে,,
দু চোখের পানি ঝরে পরে নিঝু ম রাতে,,,


ওগো বলো না তোমায় বিনে কেমনে থাকিবো,,
আমি তো জড়ানো সম্পর্কের মায়াজালে,,,
কেমনে যাবো তোমার তরে,,,কে জানে কেমন আছে ঐ দূর পানে,,
হয় না দেখা তাকে হৃদয়  ভরে,,,
লোক সমাজের ভয়ে যদি লোকে মন্দ বলে।।