বড় বড় অট্টালিকা  ধসে পরছে,
বাকি আছে কিছু থাকবে না তাও,,
সময়ের সাথে বদলে গেছে সব,,
দারিয়ে আছে কিছু স্মৃতি।


ভাঙ্গে গেছে উপরে উঠা নামার সিরিটাও,,
অনেক জায় গায় ছাঁদ  খসে পরছে,
ক্ষয়ে গেছে পোড়া মাটির ফলক,
দরজা খীরকি কিছুই নেই বাকি,,
সবই হারিয়ে গেছে কারো কারো গল্পে।


কতো জমজমাট ছিলো আগে,
মানুষের কোলাহল  থাকতো বাড়িটা ঘিরে,,
শাষণ করিতো বড় বাবু জমিদার হয়ে,,
কাজী নজরুলের পরম আত্মীয়  শুনি,,
এখনো নজরুলের আধভাঙা  ঘর ক্ষাণি
আছে মাঠের  পারে রাস্তা ঘেশে।


প্রমিলা দেবীর স্নান ঘাট আগের থেকে
এখন হয়ছে বেশি পরিপাটি,,
শুধু বাবুর দালানটার মুছে যাচ্ছে স্মৃতি,
যেটুকো আছে বাকি,,
মানুষের পরশ না পেলে সেটুকো যেতো
এতো দিনে হয়ে মাটি।


হাড়িয়ে গেছে বাংলায় থেকে কতো জমিদার,
জমিদারের জমি দারি,,
আছে শুধু তাদের গড়া বড় বড়,
আধভাঙ্গা জমিদার বাড়ি।


তামাক বিক্রি  করে হলেন ধনবান,
অট্টালিকা  গাথলেন তিনি,
হলেন জমিদার,,,
জমিদারি পেলো তেওতার মাটির,
গড়ে উঠছিলো তেওতা জমিদার বাড়ি।।।