ভেবে কি দেখেছো,,
কার কষ্ট  কতো ক্ষাণি,,
লুকানো বক্ষের মাঝে।


তুমি তো দাঁড়িয়ে  ঠাই,,
ভাবছো হায়,
সব কষ্ট  বুঝি আমাকেই
দিছে শাঁই।


দুঃখের সাগরে ভাসে কেই,,
মিথ্যা  হাসির আড়ালে,
মুখের হাসি দেখেই বলো,,
সকল সুখ তাকেই দিলো শাঁই।


মুখের হাসি দেখেই ভেবে নিলা,,
দুঃখ  তাকে দেই নি শাঁই,,
তার অন্তরে কতো দুঃখ অপ্রকাশিত,,
জানে শুধু তিনি আর তার শাঁই।


সুখ তো সবারই  কম বা বেশি,,,
দুঃখের নায়ের মাঝি  আমরা সকলেই,,
করি এই মীনুতি  শাঁই  রব্বানার তরে,,
সুখে রাখো সৃষ্টি  কুল এপার ওপারে।