একে একে কেটে গেলো কতো বছর,,
এখন চোখ বুঝিলেই,


ভেসে উঠে ধূসর শৈশবের  কথা।
যে বন্ধু  ছিলো তারাও আজ ব্যাস্ত,
নিজ নিজ কাজে,


কেউ চলে গেছে বাঁধন  ছেরে পরপারে,
কেউ বা পারি জমিয়েছে প্রবাসে।
কেউ কুলর বলদ হয়ে মরছে ধুকে,
নিজ দেশে অচেনা কোথাও।


এখন আর আগের মতো ছুটাছুটি নেই,
নেই গল্পের আড্ডা খানা।
খেলা গুলোর নামই ঠিক মনে নেই
কারো কারো,
এখন কার পোলাপান তো ফোনেই
ব্যাস্ত,।


আমরাই ছিলাম সুখী, শতঅভাবের মাঝেও।
হাসি খুসিতেই কেটে যেতো বেলা,,,
মিনা, টম জেরী,ছীসিমপুরেই ছিলাম
আটকানো।
এখন কার যুগে, এরাও হারিয়ে গেছে,
বহু দূরে।