ডেকে  বলে মন, ওরে রনি তুই শুন,,
কারো কথাই যদি পেয়ে থাকো ব্যাথা,,
তা প্রকাশ করো না।
প্রকাশ করিলে ব্যাথা পাবে সেই জনে,
যে জনে দিয়াছে ব্যাথা তোরে।
যদি তোর চোখে দিয়ে ঝরে পানি,,
ব্যাথার ও জ্বালায়।
আশে পাশে তোর, বন্ধু বান্ধবের নয়নের
জল করবে রে ছলছল,
তোর প্রতি মায়ায়।
তোমার ব্যাথায় ব্যাথিত  হবে
তারা,
হাসি মজা আনন্দোৎসব' সব হবে
তাদের মাটি,
সুধু তোর লাগি।
সকল ব্যাথা আমার কাছে রেখে
জমা,,
হাসি খুসি থাক নারে তুই তাদের সাথে,,
কাদিবার জন্য তো দুঃখের বিশাল রাত্রি আছে।।।