কতো শতো কবি,
হয়ে আছে স্চৃতি  কবিতার মাঝে✍️
কতো লেখক  এর লেখা,
এখন ও হয়রে  পড়া বইয়ের  পাতা জুড়ে।
কবি গণের কবিতা গুলি,
এখনও মোরা শুনি ছন্দের মাঝে
যেনো প্রকৃতির ছবি ভাসে।
আলাওল  মহাকবি কায়কোবাদ ও শুনি✍️
কবি গুরু রবী ঠাকুর,
বিশ্বের  দরবারে  বিশ্ব  কবি  হইয়াছেন যিনি।
নজরুলে কাজী বিদ্রোহী কবি,
কবিতাকে অস্র করিয়া নারির আনিলো সম্মান যিনি।
ছন্দের যাদুকর,ভোরের  পাখি,
সাহেলা সারমিন, কিশর কবি,অজানা  রহস্য।
পল্লী  কবি,বাংলার রুপসি কবি,
জানা অজানা কতো শতো কবি হয়ে আছে স্চৃতি।
ভুলি তাদের কেমনে,
মুই বীশ্মিত পড়ে কবি গণের কবিতা।
আবেগ বিবেগ প্রেম ভালোবাসা,
দুঃখ কষ্ট  হাসি মজাতে ভারা।
লিখিয়াছে তারা জল রংয়ের
মায়া মাখা কবিতা  গুলি,
মনের যতো ছিলো ব্যাথা হাসি আর মজা
কবিতাকে দিয়েছে তা অর্পণ  করিয়া।
।।।।।