আহেন না ভায়া ঘুরে আসি,,,
নিয়ে লোহার ভেলা!
যাইবো তো ভায়া কিন্তু কোন হানে,,
লইয়া যাইবা বলো না মোরে!
যাইবো রে ভায়া,, ইছামতীর বুকে ভসে,
কালীগঙ্গার তীরে,,,
তাহার পরে যাইবো কোন হানে,,,
এহানেই কী শেষ হইবে ঘুরা!


আরে কন কী ভায়া এখনো তো
দেখাই হলো না!
তো আর কী আছে দেখার নদী দুই হান,,
দেখবোই তো কইলেন!
ওহান থেকে যাবো ভেসে ধলেশ্বরীর কোলে,
ভুবনেশ্বর  থাকিব রাত্রি,,,
সুপ্রভাতে ওহান থিকা আইবো ঘুরে,
কান্তাবতি নদী।।।


ও ভায়া আরো কী আছে সেথায় নদী?
নয়তো বলছি কী স্বাধে,,,
একজেলাতেই আছে ভায়া  মোর জানামনে
নয়টি নদী,,, সময়ে কারণে হারিয়ে গেছে,,
হয়তো কিছু নদী সেই জেলা থেকে!
তা ভায়া কোন সে জেলা, সেটা বলোনা মোরে,,,?


মানিকগঞ্জ  জেলাতে ভায়া,,,
এসব নদী ছারাও,নদী বড় দুই হান,,
পদ্মা  আর যমুনার সাক্ষাত  মানিকগঞ্জে গিয়ে।
আরো আছে সেথায় জানা অজানা পাখপাখালি,
নদ নদী দেখবো মোরা আহেন,, ,
এতোই যদি সন্দুর হয় তবে নন ঘুরে আসি,,,।।
তা ভায়া,
হেহানের মানুষ গুলা ভালা হবা নি,,
হ ভায়া,,  যেমন সুন্দর মানুষ তার তেমন সন্দুর  
স্থান,,,
আরে আর কন কনে যাবি,,
আহেন জলদি যাবো মোরা,,
মানিকগঞ্জের নদী দেখীতে,,,