যাবো হারিয়ে মরুভূমির বালুচরে,
খুজিয়া পাইবা না আমায় ধরার,বুকে।
হারিয়ে যাবো তেপান্তরের মাঠ পেরিয়ে,,
ঘনো বনে  সাত শতো সাগর নদীর পারে,।
কে খুজিতে যাবে বলো না আমায়,সেখানে,,
আমি তো তলিয়ে যাবো লহিত সাগরে,,,
নীল নদে খুজিলে  কী পাবে আমারে,।


আমি থাকিবো ভালো মানুষের মনের ঘরে,
মন্দ লোকের কি হুশ হবে আমি রইছি সেখানে।
আমার দেহ  রইবে তো মাটির ঘরে,,
রুহু তো মহাশয় নিয়া যাইবে সৃষ্টিকর্তার নিকটে।
তাহলে ভাবছো কী পরে রইবে মনে ঘরে!
তাহলে শুনো,,,আমার কিছু স্চৃতি  রইবে,
তোমাদেরি মাঝে,,,


সময়ের সাথে  মুছে যাবে স্চৃতি,,
রইবে পরে ভালো মন্দ কাজ, বহু যুগ হলে গতো,,
মিশে যাবে সবি,,,
নিজের ঘর দুয়ারের ছবিও পাল্টে যাবে বুঝি,,
তাই বলি,,,ওরে, আর হবে না দেখা,,
চিরো চেনা এই গ্রাম,,,মাটির মানুষ,,,
।।।