আমি পাই নারে ভাই খুঁজে আজ,
হাটিপাড়ার সেই সব খেলা,,
দল বেধে ছুটা ছুটি,,,
এক নদীর ঘাটে জলেতে লাফালাফি,,,
  
আমি পাই নারে ভাই খুঁজে,,,
রাখালের বাঁশির  সুর,,
কাঁচাপথ টাও যেনো হারিয়ে গেছে বহুদুর,,
মন মাতানো ভাটিয়াল গান,,
সুর ছারা হয়েছে বেহাল,,


আমি পাই নারে ভাই খুঁজে আজ,,
দাদা, দাদি,নানা,নানির মুখের সেই গল্প গুলি,,
তাদের সাথে চাপা পরে গেছে মাটির নিচে,,
কৃষকের গাওয়া গান পাই নারে খুজে,,
সন্ধ্যায়  বসে না আর গল্পের মেলা,,


শৈশব আমার হারিয়ে গেছে সময়ের টানে,,
ফোনের কারণে বন্দী সবাই ঘরের কোণে,,
চোখ বুজিলে পরে মনে শৈশবের কথা,,
কতো রং তামাসা হাসি হাসি আর খেলা দুলা,,,
এখন ঘরে কোণে চুপটি করে বসে,
একাই করি খেলা,,,


ওরে পাগল আমার মন তো টিকে না ঘরে,,
আমি গায়ের ছেলে, ছুটা ছুটি না করলে,,
ঘুম আসবে কেমনে,,যদি না পাই শুনিতে,,
ঘুমপাড়ানির ঐ গান,,,


হারিয়ে গেছে তা সময়ের টানে,,
তাইতো খুঁজে আমি পাইনা খেলা,,
আর কী বলিবো দুঃখের কথা,,
নিজ চিন্তায় নাহি ঘুড়ায় পরের মাথা,,
,,,,,,।