চেচামেচি হই হুল্লায়,
মেতে থাকা বাড়ি আজ ফাঁকা,
আজ নীরাবতার  চাদর টেনে,
ঘুমিয়ে গেছে কই সকলে!


আজ আধুনিকতায় এসে,
খুঁড়া  হয়ে পরছে সকলে,
পরে রয় সর্বক্ষণ  ঘরের কোণে,
হাতে ফোনটা নিয়ে।


এখন সকলে মিলে আড্ডা দেয় না,
পাড়ার ঐ আড্ডা খানায়,
পরিত্যক্ত  ঘোষণ  দিয়াছে সবাই,
এখন  মুখে বলে কম কথা,
মেছেন্জারে  সব।


ভুলে গেছে আধুনিকের ছোয়া পেয়ে,
শৈশবের স্চৃতি ,
কতো চিল্লাচিল্লী হতো সারাদিন  ভর,
এখন নীরাবতার  শহরে,
হারিয়ে  গেছে সব।