আমার এই দু নয়নে থাকে সদা অশ্রু  টলমল,
সারা দিবা যায় তো কথার ছলে হাসি মুখে,
রাত্রি  নিশি হলে ঝরে জল  মুশলধারে!


বুঝাবো কেমন করে আমিই অবুঝ
বুঝে আসে না,
ঝরে কেন এতো জল মুশলধারে,
তবে কী নীরবে কেঁদে  যায়,
রাত্রিনীশিতে হাজারো নয়ন।


কিছু আবেগ কড়া নারে দারে,
রাতের আঁধারে তব ভেবে,
পুরানো স্মৃতি  কাঁদে  হয়তো,
এই দুটি আঁখি,।


নয়নের জল রুপ ধরে,
প্রকাশ পাই রাত্রিনীশিতে,
অন্তরালে  লুকানো  শতত ব্যাথা।


হাসি খুশি আঁখি  টাও দেখো,,
রাতের আঁধারে লুকিয়ে কাঁদে। (সংক্ষিপ্ত)