আকা বাকা ধুলো মাখা
গ্রামের  সেই মেঠোপথ,,
সকাল বিকাল সব সময়  পথে
কিছু  লোক থাকে।
হাসি মজাতে ফুরায়ে যায় পথ,
গ্রামের সেই মেঠোপথের মাঝে
কতো স্চৃতি  রয়েছে  জরিয়ে।
কলসি কাখে নদীর ঘাটে
যায় বধুরা সেই পথ ধরে,
কতো জনে যায় কতো ক্ষানে
সেই পথের উপর দিইয়া।
হাজারো লোকের চরণ ক্ষাণি
পরিয়াছে পথের ও বুকে,
যায় কতো গরু যায় কতো গাড়ি
সেই পথ দিইয়া।
দেখী আবার আঁখি দুটি  মিলে
সন্ধ্যা  বেলাতে,
রাখালের গাভী গুলি যায় নীরে,
সেই পথ ধরিয়া।
গ্রামের  ছোট  ছোট  ছেলে মেয়ে
দিনের বহু প্রহর থাকে পথের ধারে।
পাবে নাকো তুমি শহরের বাড়িতে
এই ধুলো মাখা  পথ ক্ষানি,
খালি পায়ে কতো ছুটাছুটি করে
গ্রামের  লোকজনে,
সেই পথের ও মাঝখান দিইয়া।
কতো জনে আড্ডা  দেয়
পথের ও ধারে বসিয়া,।
কতো জনে যায় শহরের দিকে
সেই গ্রামের  পথ ধরিয়া।