^>→
মানুষ কেমনে যায় বদলে,,
সময়ের তালে,,
আসলে কী বদলায় মানুষ,,
নাকি আসল রুপ ধরে,,,
হয়তো এতো দিন ছিলো সে,,
অন্য এক রুপের আড়ালে।।।<←


~আমি তোমারে দাম ততক্ষণি দিবো,,
যতক্ষণ  আমার লাভ হবে তোমাতে,,
শুধু আমি কী চলি এ পথে হয়তো না,,
চলে বিশ্ব  এ পথ ধরে,,
যারা গা–হে  গুনগান লোকসমাজের,,
একটু খুঁজে  দেখো সেখানে বড় স্বার্থ আছে।\∞


→স্বার্থ ছারা আমাকে কে করে সম্মান,,
ডুবে  দেখি গভীরে আপন কে সংসারে,,,
লাভ হবে যাতে কদর বারে তাতে,,,
ফুরালে সময় লাভের বোঝা মনে করবে সবে,,
বহুদিন  ক্ষণ পরে খুঁজে  পেলাম ভবে,,
স্বার্থের জয় গান সকলে গা–হে মনে মনে।।←↓


🫥শুনরে ও পাগলা ভোলা,,,,
আবেগের বসে পরে বীবেকরে ভুলিশ না,,,
মায়া বাড়িয়ে  স্বার্থ হাসিল করে সকলে,,
হোক তোমার ক্ষতি  তাতে কি বা যায় আসে,,
এ যুগের মানুষের চোখের জলেও কালকোবরার,,
   বিষ আছে🕳️,,,,_