সুখ সুখ  করে লোকে,,
খুঁজে তা বিলাসিতা আর অর্থের কাছে,,,
তারা যদিও জানে,,,
ঐ ধনী লোকটাও তাদের মতো সুখ খুঁজে।

তবুও বুঝে না সে  সুখ কী?
জানে সুখের সূত্র  কোনটি!
তারা নিজেরা ভাবে আছি দুঃখের সাগরে,,
ঐ বুঝি সুখ পেয়েছে দেখি এখান থেকে,,,,,

ঐ লোকটাও হয়তো বলছে মনে মনে,,,
সুখের খোঁজ  পেয়েছে সে ,,
আমি পাবো কবে?
সুখ তো পাইনি আমি আজও।

সুখ তো শুধু দুঃখের বিপরীত শব্দ,,
যদি সুখ বলে কিছু থাকতো ভবে,,
তবে রনি বলে আমার থেকে সুখি,
হবে না কেউ জগতে।