এমন যদি হতো, সময়টা পাল্টে যেতো,,,
মায়ের কলে শুনতাম ঘুমপাড়ানির
গান,,,
কাজ শেষে বাবা এসে নিতো বুকে হাসি
মুখে,,
শতো ব্যাথা বাবার যেতো মুছে,দেখে
ছৌট শিশুর মুখ,,,,,।


এমন যদি হতো,সময়টা পাল্টে যেতো,,,
রাত্রি  শেষে,ফকির মুখে শুনতাম,
প্রভাত ফেরির ঐ গান,,,
সকাল সাঝে মসজিদের মাইকে,
শুনতে পেতাম মক্তবে যাওয়ার ডাক,,,,,,।


এমন যদি হতো,সময়টা পাল্টে যেতো,,,
কিশোর কালে সবে মিলে, দুপুর খনে,
গোসল করতে গিয়ে নদীর জলে,,,
দিতাম ওরে ঝাপ,,,
সূর্য মামা হেললে পশ্চিম দিগন্তে,
সমোবয়সি সবে মিলে ঘুরতাম পুরো
গ্রাম জুড়ে,,,,,,।


এমন যদি হতো,সময়টা পাল্টে যেতো,,,
যতো ভুল করেছি জীবনে,,
সুধরে নেওয়া যেতো,,,
আর একটা সুযোগ পেতাম নিজেকে
গড়ার,,,
এ সংসারে,,,

এমন তো আর হবে না,সময়তো আর পাল্টাবে না,
জলের স্রোত উজানে তো আর যাবে না,
সেই সুযোগ তো আমি আর পাবো না,


(১ম অংশ)