সুখের ছোঁয়া
কবি: অজানা রহস্য


নিজ গ্রাম ছারি আসিয়াছি আমি,
আসিয়াছি আমি কাজের খোঁজে,
দক্ষিণ কেরানিগন্জে,,,
পিতা মাতা ছারি,
অচেনা শহরে অচেনা লোকের
ভীরে,,
স্বপ্নের সন্ধানে আসিয়াছি
হাসনাবাদে।

চেনা মুখ গুলি স্মৃতির পাতায়
ধুয়াশার চাদরে যাচ্ছে মিলিয়ে,,


বন্ধু  গুলি গেছে চলে দূর পানে,
সংসারের হাল ধরতে গিয়ে,,
কেউবা আছে বসতবাড়ি,,,


কাজের ফাঁকে কতো কথা,,
মনেতে আসে,,
হাশির ছলে দু ফোটা জল
আখি হতে ঝরে,,,


,,,,,,