একে একে যায়রে সকল পাখি,
পীন্জিরা ফাঁকা  করিয়া।
আমি পাখি ডাকিতাছি,
তুমি পাখি শুনিতাছো নাকী?
যখন মিলাবে ডানা,
নীলচে আকাশের বুকে।
জানি তুমি যাবে ভুলে
সকল স্চৃতি।
আপন পর সব ছারিয়া,
চলে যাহিবা।
একটি বার জানি পিছেন ফীরে
দেখিবা না তুমি।
শূন্য  পীন্জিরা থাকিবে পরে,
তোমার স্চৃতি  বুকে নিয়ে।
কাটিবে মায়া দীন দুনিয়ার,
মা বাবা সবে হইবেরে তোর পর।
আহার তোমার থাকিবে পরে,
পীন্জিরার ভীতরে।
তুমি পাখি থাকিবা সেই,
আহারে নিকটে।
সময় এলে মিলাবে ডানা,
ডাক দিলে সে সৃজন করিয়াছে যে।
শূন্য  পীন্জিরায় থাকিবে,
সুধু মায়া ভরা স্চৃতি।
কান্দিয়া বলি ওরে পাখি,
আমিও তো যাবো চলে ডানা মিলে।
আমার পীন্জিরাও তো শূন্য  হবে,
থাকিবে পরে আমিবীহিন।
শূন্য পীন্জিরা।।।।।।।।।।