দেখো তাকিয়ে পশ্চিমেতে
সূর্য  যায় যে ডুবে,
নিখিল জগৎ  আধারে
যায় যে তলিয়ে।
নতুন  সূর্য  হয়তো আবার উঠবে
নিলচে গগণে পূর্ব  দিগন্তে,
আলোয় আলোকিত  হবে
হয়তো এ ধরা।
কিন্তুু যে সময় যায় চলে অনন্ত গহিনে
সেই সময় কী হায় পাবে তুমি ফিরে,
নতুন  সূর্য  তো উঠবেই পূর্ব দিগন্তে
ভবিষ্যতে কিন্তু বর্তমানের কী হবে?
ভেবে দেখো তুমি, হেলায় হেলায়
সূর্য  কোন স্থানে  গিয়াছে  পৌঁছাইয়া,
ক্ষানিক পরে সূর্য  মামা  যাবে যে হায় ডুবে।
তখন তুমি অন্ধকারে  যাবে
যে হাড়িয়ে,
আলো হারা হয়ে
আঁধারে এই জগৎ  যাবে যে তলিয়ে।
জীবন সূর্য  উঠে  তো
সময় দিয়ে,
চলে যাওয়ার সময় দেয়না সে বলে
কখন সে যাবে যে চলে।
পৃথিবীর  এই সূর্য  
আসা যাওয়ার সময় দেয় বলে,
তাইতো বলছি শুনো হিয়া দিয়ে
এই সূর্যের কদর করো এখনে।