বাবায় মরে তিলে তিলে
সংসার নামক ঠেলাগাড়ি ঠেলে,


পাঁচ চাকার গাড়ি একা ঠেলে
কুল নাহি পায় ভবে,,
আবার দেখো কিস্তি নামক
মাল উঠায়ছে সেই ঠেলাতে,
আর কী চাকা চলে হালকা
ঠেলাতে,,,


বাবায় মরে তিলে তিলে
সংসার নাম ঠেলাগাড়ি  ঠেলে,,
কবে দুটি চাকা ঘুরবে একা একা,
কবে ঠেলাগাড়ি  চলবে গতিতে,
এই আশায় দিন যায় পার হয়ে,,,


বাবায় মরে তিলে তিলে,,
আয় করে  দেখো বারোআনা
কিস্তি দিবে কই থেকে  আঠারোআনা
এই ভাবনায় রাত কেটে যায়,
চাউল নাই বুঝি আবার তার
ঘরে,,,,


বাবায় মরে তিলে তিলে,
সংসার নামক ঠেলাগাড়ি  ঠেলে,