এক এক করে সকলে গেলো চলে,
পরে আছি আমি ভাঙ্গা মন নিয়ে,
যে পাখিদের সাথে উড়িছি ঐআসমানে
চারটি বছর এক লগে,,
তারা এখন বাঁধছে বাসা ভিন্ন গাছে,
ভিন্ন ভিন্ন শহরে,


আমি আছি পরে ভাঙ্গা মন নিয়ে,
পুরোনো  সেই গাছের ডালে,,
হয়তো পরে না তাদের মনে,
কার সাথে উড়ে ছিলো,
নীলছে ঐ আসমানে,,


আজ একেলা রাখিয়া আমায়,
দিব্বি আছে যে যেথায়,,
কারো খোজ জানি আছে দূরপানে,
কারো খোজ জানি নে আছে কোন বা দেশে,,
নয়নের নাম তো আঁখি তো চোখ বলি কেন?
এমন সব প্রশ্ন করার মতো এখন
আর নাইরে কেহো,,


আছে স্মৃতি  হিয়ার ঘরে,
থাকবে কিছু যুগ কারো কারো
মনে,,
করা নারবেই এক দিন সকল
স্মৃতি ,


কোথা হতে তুমি এলে কাদের
লগে উড়ে এতো দূর এলে,
কে দিয়া ছিলো সঙ্গো,,
সেই দিন পরিবে মনে,
ঝরবি জল, রনি নামক একটা
পাখি ছিলো সঙ্গো দিতো সবার,,,,
সেই পাখি টা আজো হয়তো আছে
সেই গাছে আমাদেরি অপেক্ষায়,,,,