★কতো কিছু দেখেছি চোখে,,
সেই ছোট বেলাতে,,,
আজো তা আছে মনে।

কতো শীমুল কদম কৃষ্ণচূড়া
ছিলো গ্রামে,,
আজ তা নেই বিলীন হয়ছে
মানবের করণে।

তবে মনের পাতায় আজো সাজানো
আছে তা কোথায় কী ছিলো,
কতো মানবের চেহারা আছে,
নয়নে গাথা,, তবে সেই মানব গুলে
আর নেই।

কতো আপনরা পর হলো,
পরেরা হলো আপন,,
মনে আছে সবি,,
ভুলে গেছি কিছু সময়ের ব্যবধানে।

দাদুর কাধে চেপে সকালে বেলা,
বাজারে যেতাম ডাল রুটি খাওয়ার জন্য,,
বাজার আছে,ডাল রুটিও আছে,,
খাওয়ার জন্য আমিও আছি,,
কিন্তু কাধে করে নিয়ে যাওয়া,,
সেই দাদু নেই,,
আছে জায়গা করে মনে,,
দু চোখ বুজলে তার প্রতিছবি যেনো
সামনে কেউ তুলে ধরে।
★★
আজো ভুলি নাই জানো,
সন্ধ্যায়,উঠানে পাটি বিছিয়ে
পরিবারের সবাই মিলে আড্ডা দিতাম,,
আর চাঁদ মামার গল্প শুনতাম।

হারিয়ে গেছে তা,,,
পরিবারটা আজ ছরিয়ে ছিটেয়ে রয়ছে,,
কে কোথায়,আছে রিজিকের সন্ধানে,
আজ আর সন্ধ্যায় কেউ পাটি বিছায় না,
দুয়ারে,,,
তবে মনে আছে সবি।

দু চোখ বুজলে নিরালে,,এখনো আমি দেখি,
কতো কিছু দেখেছি চোখে,
সেই ছোট বেলাতে,
আজো তা পরে মনে।

যাত্রা দেখতে যেতাম রাতে,,
আজ আর হয় না যাত্রা,
তাই আর দেখাও হয়না,,,
আগে কতো এদিক সেদিক
ঘুরে বেরাইয়াছি আজ,তা করতে
পারি না,,
কারণ,,এখন বড় হয়েছি।
★★★