আমার সাধের পরাণ পাখি
কত আদরে পুষলাম  তরে রে পাখি, কেন যে দিলি ফাঁকি রে?
আমার সাধের পরাণ পাখি।।


যাহা চাইলি তাহাই দিলাম গো, ছিলি কতো সুখী?
কোন সুখে বিভোর হইলি রে পাখি!
মোরে শুয়াই চৌকি রে , আমার সাধের পরাণ পাখি।।


কেমনে থাকিবো একা গো,  পাখি নাই যে ঘরে বাতি,
কার সনে কইবো কথা রে পাখি!
ঝরে মোর আঁখি রে, আমার সাধের পরাণ পাখি।।


আগে যদি জানতাম গো পাখি, দিবি আমায় ফাকি
তবে কি আর হিসেবপাতি রে পাখি!
রাখতাম কি বাকী রে, আমার সাধের পরাণ পাখি।।