চাইনা ঝগড়া,চাইনা বিবাদ চাইযে সমাধান
তোমরা নিও একখান একখান,দিও আধাখান


যদিবা আমার বেশি শ্রম,
    তারপরও দাও মূল্য কম;
তাতেই যদি হও মনোরম
    আমার থাকবে নিখুঁত সংযম।


যদিবা আমি আশাবাদী শ্রমে,
   তবুও যদি যায় মূল্য কমে;
তাতেই যদি সুখ নামে
    লিখে দিলাম সুখের দামে।
আমার একটু দুঃখে যদি
   সবাই সুখি হয় ;
দুঃখ নামের জিনিসটাকে
  কেন দিব পরিচয়?


আমার একটু ত্যাগে যদি
   উন্নয়ন বয় নিরবধি ;
আমার তখন লাগবে মজা
  যদিও আমি পাইগো সাজা।


আমার মতে সবাই সবার
  ভাবলে পরে আসে আবার ;
একে অন্যের মমতাভার
   রাখবে শেষ অনুরোধ আমার।।