পড়ালেখা বর্তমানে নিত‍্য প্রয়োজন
    ছোট বড় সকল কাজে তারই আয়োজন।
ছোট্ট ছোট্ট অফিস কিংবা বড় বড় আদালত
    যত আছে গুণগত স্থান,
সর্বদাই সর্বস্তরে সুশিক্ষাই পায় মান।।


কিছু যদি নাইবা কর
      কোনো ফাদে নাইবা পড়
দূর্বল থাকিবে প্রায়,যারা পড়েছে তাদের দায়।


আনমনে ভাববে তখন
     পড়ালেখা কি যে মূলধন!
দেখিবে যা সমাজে,
    মরিবে তুমি লাজে,
যদি তুমি নাইবা পড়;


তাই এখনো সময় আছে
   সবকিছুই রাখি পিছে
অস্ত্র ছেড়ে কলম ধর।।


এ অভিশাপ পড়ে যার কপালে
  যায় না কভু তা,সাদরে মরিলে।
এমন বিষয় থেকে যদি মুক্তি পেতে চাও
লোক সমাজে শিক্ষা চাই,
    ভাষণ তুলে দাও।।