স্কুলের এই পথধরে যাচ্ছি,              
                 দেখছি সুন্দর ভূমি
হঠাৎ করে এক ছেলেকে
      জিজ্ঞেসিলুম আমি ;
এই ছেলে তোর বয়স কত?
     আমায় খুলে বল,
পাঁচ এর উপর  হলে তবে-
    আমার সাথে চল।


ছেলে বলে,শুনেন শুনেন ওগো মোদের স্যার
মা-বাবা পারবেনা নিতে,স্কুলে পড়ার ভার।
আরও বই কিনতে লাগে নাকি শত শত টাকা
                 বাবা বলে;
কি করে পারবে সামলাতে, কারণ
  সংসারই কোনমতে চলে।


আরে বোকা,তোর বাপকে গিয়ে বলিস
কালকে থেকে মোর সাথে স্কুলেতে চলিস।
আর শোন,১ম থেকে ১০ম শ্রেণী,
    যত বই দরকার;
সবগুলোই বিনামূল্যে দিচ্ছে
   বাংলাদেশ সরকার।
এছাড়াও আছে নানা সুব্যবস্থা,
অতএব পড়ালেখা এখন মোটামুটি সস্তা।।


ছেলে বলে, তাহলে স্যার
স্কুল ফাঁকি দিব না আর,
কাল থেকে মোই স্কুলে যাব
জীবনটাকে মোই গড়েই তুলব।।