যেজনা মনের মাঝে,করেছে রঙিন সাজে
       অহংকারের চাষ;
বোঝেনী সে কভু তবে,একদিন হবেই হবে
      অহংকার এই লাশ।


ভাবছ তবে, আসে কিভাবে
  অহংকারে সুখ;
বলছি আমি,শুন যে তোমি
  কর্ম রাখে তোমার মুখ।


বাড়িওনা মুখ,ফুলিওনা বুক
   অহংকারের দায়;
অবশেষে তায়,মরিবে জ্বালায়
   করিবে শুধু হায় হায়।


তাই সকলে কই এই কলি,অহংকার না বলি
    ধীর যেন হয় মোর মন;
সুখী যেন হই,মরেও যেন রই
   অপূর্ব স্বাদের জীবন।।