আহা! আমার দেশ, বাংলাদেশ তার নাম
সেথায় মিশে রয়েছে শত মানুষের ঘাম।
সেথা রয়েছে স্মৃতি অবিরাম বাংলার,
রয়েছে অনেক কিছু, সেথায় বাংলার।


বাংলাদেশে বাস করি,কথা বলি বাংলায়
আমার এ দেশ ভরপুর,সুজলা সুফলায়।
সেথা শস্য দোলে মাঠে,নববধু ঘাটে
এমনিই সংকটে, বন্যায় ভাসে তলাটে।


মরুভূমির মত পাওয়া যায় শত,মাস চৈত্রে
আহা কি রূপ! দারূণ অপরূপ, ভরা বৈচিত্র্যে
কত কিছু পাই, তারি গান গাই
     আমি বাংলার বুকে;
আমি জানি আমি, কতটুকু দামি
           আছি কত সুখে।


মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ আমার
তারি মাঝে মৃত্যু যেন হ গো দিদার।
বাংলাদেশ ছেড়ে যেন,কভু নাহি যাই
আমি গেলে মন ফেলে, দিয়ে গেলাম ভাই।


আসল কিছু জিনিস আছে, শুনেন তবে বেশ
বাংলা আমার ভাষা, দেশ বাংলাদেশ।
বাংলাকে ভালবেসে মরছে অনেক কুটুমকেশ
সবি মিলে বাংলা ভাষায় রঙিন বাংলাদেশ।।