কি করব আমি, সহ‍‍্য করতে পারি না এসব
  তবু মেনে নিতে হয়;
চলাফেরা -কেনাকাটা এমনকি বসে থাকাও অশান্তি
  জীবন যেন হয়ে গেল যন্ত্রণাময়।


বিদ‍্যুতে আমরা আজ সয়ংসম্পূর্ন মিটার তো আছে
স্থাপিত ঘরে ঘরে তবু,
প্রতিটি লোক আজ গর্ব করে,তবে কেন লোডশেডিং এত বাড়ে,কমবেনাকি এসব কভু?


জানি দোষ শুধু নয় গো একারী,মিটাতে পারে না চাহিদা সবারী,তাই এমন করে,
আমরাও তো সাশ্রয় করতে পারি,যার ফলে আলোকিত হবে বাড়ি,তবে আহ কি শান্তিরে।


কেনাকাটার জিনিসগুলো আজ নিচ্ছে লুটিয়ে
   চেটে পুটে খাচ্ছে জনগণের রক্ত,
সুযোগের সৎ ব‍্যবহারে,দাম দিচ্ছে দ্বিগুণ বাড়িয়ে
  কারন আমরা যে আজ অন‍‍্যায়ের ভক্ত।


চলাফেরা আজ কঠিন পথে,লোকেরা থাকে আজ ওৎ
পেতে কখন আসবে ঈদ?করবে জবাই;
দশ টাকার ভাড়া পঞ্চাশ,দাঁড়াইয়া কিংবা বইসা যাস
ঈদের সিজন বলে আগেপিছে বিশদিন
           করবেআদাই।


আজ ডাক্তারকে ভয় পাই,চাই না যেতে কাছে
রোগী দেখার আগেই বলবে, টেস্ট কয়েকটা আছে।
আগে যেত বিশ্বাস যে,ভালো কিছু করবে
এখন শুধু হাহুতাস,কয়টা টেস্ট দিবে।


আজ যারা সেবার অঙ্গীকার করে,বসেছে সোনার চেয়ারে,করবে করবে সুন্দর ব‍্যবহার;
ক্ষমতা পাওয়ার পর বুঝে না আপন পর
কথায় কথায় মারে চিৎকার।


গতকাল  নীতির উপর দাঁড়িয়ে,নিজেকে মানুষের পায়ে
  সমর্পন করে ভক্তি করছিল  যারা,
আজ কি এমন হল,কথা সব এলোমেলো
মূল‍্য দিচ্ছে না নিজেকে ছাড়া।


কতআর বলব,কোনটাকে তুলে ধরব
অনিয়ম হাজারো,
সবজায়গার সবাই নয় এমন,কবিতায় বললাম যেমন,কিন্তু দিনদিন বাড়ছে তার বাজারো।


তবে কি পাবো না মুক্তি,না পেলে চাই সবার যুক্ত যুক্তি,হোক ভালো একটা আইন;
যাতে সান্ত্বনা পাই,সবার সমান বুঝাই
দিতে না হয় অযথাই ফাইন।


আইনের প্রয়োগ যেন সর্ব ক্ষেত্রে হয়
একজন হলেও ন‍‍্যায়ে,সেই পাবে জয়।