তোমাকে পাওয়ার আশা আমায়
     জব্দ করেছে ভীষণ,
কিভাবে বোঝাবো তোমায়
  তুমি কত যে আপন!

তুমারি বিহনে শয়নে স্বপনে
খোঁজে পাই না কোনো  ঠিকানা,
তুমি কি বোঝোনা হয়েছি দিবানা
তোমাকে ছাড়া কিছু আর চাই না।

তোমাকে পেলে বাঁচিতে ইচ্ছা
আহা আমি আমরণ;
কিভাবে বোঝাবো তোমায়
  তুমি কত যে আপন!

তুমারি খুশিতে আমারি ফাঁসিতে
  আমি কোনো দ্বিধা রাখিনা,
না পেলে জীবনে কি ভূবনে
কিছু তো বলতে পারি না।

তোমি তো সাধনা কেন তা বোঝোনা
   তুমি মোর ভূবন
কিভাবে বোঝাবো তোমায়
  তুমি কত যে আপন!

হাজারো মেয়ে দেখেছি চেয়ে
  তোমাতে হয়েছি বিভোর,
চারিদিকে শুধু তোমি,ভালোবেসেছি আমি
   তুমি আছোও কত দূর?

জানতে ইচ্ছে হয় আমি কি তোমার নয়
   ও ও জানেমান,
কিভাবে বোঝাবো তোমায়
তুমি কত যে আপন!