মন: তুমি কে?
আমি: আমি সাধারণ একজন মানুষ।
মন: তোমার কি আছে?
আমি: আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সব
ছিলো, টাকা ব্যতিত!
মন: টাকা ব্যতিত সব ছিলো মানে?
আমি: হ্যাঁ! সব ছিলো। কিন্তু আমার টাকা নেই,
বন্ধু-বান্ধবদের জন্য খরচ করতে
পারিনা! তাদের সাথে তাল মিলে চলতে
পারিনা, তাই তারা বন্ধু বলে মন থেকে
আমার পরিচয় দেয়না!
মন: আর আত্মীয়-স্বজন?
আমি: আত্মীয়-স্বজনও অনেক ছিলো!
তাদেরকে ডাকলে বা কল করলে
ব্যস্থতা দেখিয়ে পাশ কেটে যায়! তাদের
আচরণ এমন হয়, যেনো তারা শত্রু বা
অপরিচিত!
রচনাকাল: ২৬ জুন ২০২৫, 09:26pm