টুংগীপাড়ায় শুয়ে আছো বাংলার মাটি চুমি
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি তুমি
তোমায় বারবার নতশিরে করি কুর্নিশ-
শেখ মুজিব, শেখ মুজিব।


সাতই মার্চে তোমার বলিষ্ট উদাত্ত ভাষণ
এনেছে চিত্তে সবার জাগরণী প্লাবন
‘বঙ্গবন্ধু’ হয়ে দিয়েছো অশেষ আশিস-
শেখ মুজিব, শেখ মুজিব।


টুংগীপাড়ায় শুয়ে আছো বাংলার মাটি চুমি
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি তুমি
তোমায় বারবার নতশিরে করি কুর্নিশ-
শেখ মুজিব, শেখ মুজিব।


বিশ্বাসঘাতকের বুলেট হেনেছে তোমায় নির্মম আঘাত
বত্রিশনম্বর হয়েছে তোমার রক্তে রক্তপ্রপাত
আছো তবু ষোলকোটি প্রাণে অহর্নিশ-
শেখ মুজিব, শেখ মুজিব।


টুংগীপাড়ায় শুয়ে আছো বাংলার মাটি চুমি
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি তুমি
তোমায় বারবার নতশিরে করি কুর্নিশ-
শেখ মুজিব, শেখ মুজিব।


যতদিন বহিবে মধুমতি এই বাংলার বুকে
ততদিন রহিবে তুমি কবিতার শ্লোকে
চির অম্লান চির জ্যোতির্ময় জ্যোতিষ-
শেখ মুজিব, শেখ মুজিব।


টুংগীপাড়ায় শুয়ে আছো বাংলার মাটি চুমি
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি তুমি
তোমায় বারবার নতশিরে করি কুর্নিশ-
শেখ মুজিব, শেখ মুজিব।