শুকায়ে যাবে আমাদের বক্ষভূমি
থাকিবে না কোন স্রোতধারা;
সেফটি পিনে জীবনের সেফটি
একদিন নিশ্চয় হবে হারা।


ঘড়ির কাঁটা কোনদিন থেমে যাবে
ছুটিবে অনন্ত সময় দিগ্বিদিক বাঁধনহারা;
প্রলয়ের দুরন্ত দুর্বার ঝড়ে ওরে
উড়িবে সকল নশ্বর জীবন পাগলপারা।


কোথায় হারাবে বন্ধু বলো!
চারি দিকে শুধু ধূ-ধূ সাহারা;
কোথায় পালাবে বন্ধু বলো!
এমন কোন দেশ নেই মৃত্যুছাড়া।