কৈশোর-কে পিছনে ফেলে, যৌবনের শেষাংশে:
বড় নিরুপায় কাটছে আমার দিন;
সময় যাচ্ছে হয়ে ক্রমশ ক্ষীণ।


হঠাৎ দেখি কুচ কালো চুল সাদা ঝিলিক মারে;
আর বেশী দিন হবে না আর- থাকা ভুবন পারে।


স্বপ্ন গুলো হঠাৎ করেই- নিয়েছে বিদায়;
ফেলে আসা স্মৃতি গুলো-অঝোরে কাঁদায়।


গুনছি আমি বিদায় ঘণ্টা, কত আছে বাকী?
হরিণ রাঙা চোখ গুলোতে, ঝাপসা এখন দেখি।


এসেছি একা একাই যাব, রেখে যাব মায়া;
চায়না কেহ দেখতে এখন, বৃদ্ধ আমার ছায়া।


তাগড়া বাহু থুরথুরে আজ, সয়না কাজের চাপ;
আমার মাঝে পায়না কেহ, উন্নয়নের ছাপ।


এদিক ঠেলে ওদিক ঠেলে, চায় সকলেই দিতে ফেলে:
গবেষণা করছে সবাই, পাঠাবে আশ্রমে;
থাকলে ঘরে আমি, তাদের অসুবিধা হবে।


আমার হাতে গড়া সম্পদ, বলছ আজ আমাদের;
ঘাম ঝড়ানো সেই আমিই, বোঝা আজ তোমাদের।


আমিও তো যুবক ছিলাম, এই গৃহের-ই কর্তা;
যৌবন আমার হারিয়ে গেল, না দিয়ে কোন বার্তা।


এই ধারাটি কোন দিন আর থামবে না এই ভবে;
আমায় পাঠাও বৃদ্ধাশ্রমে, কাল তোমায় পাঠাবে।