বসন্ত শেষে কালবৈশাখী জেনে
মানুষ আত্মহারা বসন্ত বরণে,যে কেউ
প্রিয়ার হঠাৎ আগমন‌ আনন্দে
বসন্তের উদ্দীপনা নব যৌবনে খেলে ঢেউ
কালবৈশাখী ভুলে!


রাত-দিন মানুষের ভিড় ঠেলে
হারিয়ে যায় দুঃখ সাগরে ভাসিয়ে একাকী
ঝড়-তুফান-শিলা বৃষ্টিতে থেকে
নতুন বসন্ত বরণ আকাঙ্ক্ষার খোরাকী
অপেক্ষায় প্রহর গুনে!


আমারে আর চাও না জেনে বুঝে
তবু তোমাতে আসক্তি কমে নাই তিলসম
তোমার রক্ত ভালোবাসায় ডুবে
কে সে তৃষ্ণা নিবারণে, করে দৃষ্টিসীমার
একরাশ একাকীত্ব উপহারে!


ভিজে ও ছৈছির হয়ে আর শুকিয়ে
নতুনত্ব বুকে ধরে সবার বসন্ত উবা
কুহু শব্দে নতুন বসন্ত শাকে
বসন্ত বাতাসে ফুলের মৌ মৌ গন্ধে ডুবা
কভু হবে না!তোমাতে আসক্তি কমে না!