ঝিরঝির বৃষ্টি ভেজা অন্ধকার,চিনচিনে ঠান্ডায় উতলা মন;
চাই নিঃসঙ্গতায় সঙ্গী করতে শুচিস্মিত দীর্ঘ কেশী প্রিয়জন।


চুলের মুগ্ধতা আর ঘ্রাণে হারিয়ে যেতে;
বাহু বন্ধনে আবদ্ধ করে উষ্ণতা অনুভব করতে,
শতসহস্র মানসিক চাপ যন্ত্রণা ভুলে যেতে;
জীবন যুদ্ধে ঘটে যাওয়া নানাসব গল্প বলতে!
পাশাপাশি বসে চন্দ্রিমা উপভোগ আর ঝিঁঝিঁ শব্দ শুনতে!


জীবনের হিসাব, না হয় আকাশ দেখে, তারা দিয়ে মিলাব,
চাঁদকে মুড হিসেবে ব্যবহার করে,অংক কষিব;


নিরব নিস্তব্ধ অমানিশা অন্ধকার শীতল রজনীতে;
নিস্তব্ধতা ভেঙে সহসা বলে উঠবে,ভালোবাসি খুব বেশি প্রিয়!
প্রতিজ্ঞায় বলো ছেড়ে যাবেনা কখনো!