তোমার অনুভবে বিষন্ন থাকে হৃদয়!
কেন আছ মন জুড়ে না হলে সদয় !
কখনো ভালোবাসি বলে অনুমান করিনি;
তবুও কেন স্পন্দিত হৃদয় গহীনে ওগো বিহারিণী।


তবে কি তোমার প্রেমে মজেছি!
অজ্ঞতায় তোমাকেই ভালোবাসি!
কি আজব রীতি!দেখ ভালোবাসি!


আমার সূর্য সদা অস্তমিত তোমার অনুপস্থিতিতে;
যদিও পৃথিবীতে সূর্যের আলো আসে:
তবুও তুমি বিহনে আমার পৃথিবী অমানিশার অন্ধকার বিদঘুটে।


তোমার বাকযন্ত্রের অমৃত সুধা;
করে আমায় পাগলপারা;
বৃথা পৃথিবীর সব বাদ্যযন্ত্র তুমি ছাড়া।


তোমার বিরহে আমি বন্দী;
তাই সাজিব তোমার সনে সন্ধি;
যদিনা,না আটো কোন ফন্দি।


আসো না একবার আমার হৃদয় মন্দিরে,
করেছি তৈরি অতলান্তিকে মহা খাদের ন্যায় গভীর ভালোবাসা হৃদয়ে!
যার বিশালতার মাঝে সাঁতরিয়ে কুল পাবে না খুঁজে!
যদিওবা কয়েক শতাব্দী যায় অতিক্রম হয়ে।