প্রেয়সী!কীভাবে তোমার প্রশংসা করি ভূয়সি!
না হয়েছে দেখা কভু এমন মায়াবন বিহারিণী দৃষ্টি!


হরিণী চেহারা,চঞ্চলতা আর সরলতা মাখা বদন খানি!
সংযুক্ত আকৃষ্ট গোলাপী ওষ্ঠ-অধরের লুকাচুরি!


ঝরঝরে,সামান্য উল্টানো হালকা স্লীম শ্বেত বর্ণি,
১০৬ ডিগ্রি কোণ নাক, বিমুহিত হবেনা কেউ নেই!


অনুভব হৃদয় গহীনে ভালোবাসি তোমায় বেহিসাবি;
কবে আসবে তুমি না জানি;তবুও তোমার আশাতে থাকি।


আসবেনা!
আমাকে বিরহে রেখে,থাকো আপন-মনে দূরেতে;
অধিকার চাই দূর থেকে ভালবাসতে;
আশার আলো দেখিয়ে রেখো অপেক্ষাতে;
জনম জনম অপেক্ষায় দিও তোমাকে অনুভব করতে!