ভালোবাসা অবহেলা জীবনের অনাকাঙ্ক্ষিত চরম বাস্তবতা,
কে কখন রোগী হয় নাই তার নিশ্চয়তা,
সুন্দর ক্ষণিকের রজনী,অন্ধকার দিঘল সমনী,জীবনের মর্ম বুঝে,
উভয় উপভোগকারী।


সফলতা ব্যর্থতার গ্লানি, সবই দীর্ঘ উপন্যাসের কাহিনী।
কেউ রাঙিয়ে কেউবা কাঁদিয়ে তৈরি করে ইতিহাস, থাকে পরতে পরতে ইতিহাসের আর মানুষের গহীন হৃদয়ে ।


নিজ নিজ রাজ্যে উপন্যাসিক,তারও সংখ্যা ঢের বেশি, থাকে তারা নিজ মনে সুখেতে,করেনা অভিযোগ কোন বিষয়ে, মনের ভিতর অসীম অভিযোগ রাখে তারা জমিয়ে।


কেউ পাওয়ার আকাঙ্ক্ষায়, কেউবা হারানোর ব্যথায়,কেউ থাকে হারানোর ভয়ে ভীত সর্বদায়।