রবের পূর্ণ নির্দেশ মেনে ~ সিয়াম সাধনা শেষ করে;
ইদের আমেজ দিকে দিকে ~ মুমিনের হৃদে লোকে লোকে!


মহাখুশির মাহিনা আজি ~ কলুষিত হৃদ মুক্ত করি;
হিংসা বিদ্বেষ অহংকারি ~ ধনী গরীবের ভেদাভেদি!


বাদশা গোলাম একিভুত ~ সাদা কালো স্বভাববহিভুত;
সবি হবে আজি অন্তর্ভুক্ত ~ থাকবেনা সংযোগচ্যুত!


ছোট পিতার আঙ্গুল দরে ~ পিতাসহ ইদগাহে যাবে ;
কোলাকুলি কদমবুচি তে ~ মাতোয়ারা আনন্দ উৎসবে;
ছোট বড় সম নির্বিশেষে ~ স্নেহ মমতা সালামি দিবে!


কোরমা পোলাও বিরিয়ানি ~ সেমাই নুডুস অনেকখানি;
রবের উপহারে সবে তৃপ্তি ~ সন্তুষ্ট অভিভুত পিটানি!


মুমিন প্রশান্ত খুশি ইদে ~ শয়তান কীভাবে খুশি হবে;
সেতো পূজা পার্বণ হিন্দুয়ানী ইসলাম বিদ্বেষীতে আত্মতৃপ্ত হবে।